টাকা দেননি বলে সরকারি ঘর পাননি জাহানারা!
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা বিধবা জাহানারা বেগম (৯০)। স্বামী-সন্তান হারিয়ে তিনি এক নাতনিকে (ছেলের মেয়ে) নিয়ে একটি কুঁড়েঘরে বসবাস করেন। সম্প্রতি ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের একটি ঘরের জন্য জাহানারা তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জমির খতিয়ানের ছায়াকপি জমা দেন। ঘর পাইয়ে দেওয়ার জন্য এসব চেয়ে নেন লক্ষ্মীপুর শহরের ব্রাদার্স ফার্নিচারের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন। এর জন্য ওই বৃদ্ধার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নেন তিনি।
বুধবার, ১৩ মার্চ ২০১৯, ৫:৩৪